চাঁদপুর হাইমচরে কর্মহীন পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। করোনার কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের আয়ের উৎস প্রায় বন্ধ। এমতাবস্থায় তাদের জন্য পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

এই ধারাবাহিকতায় ‘আলোকিত ভবিষ্যৎ সামাজিক সংগঠন’ পূর্বের ন্যায় সদস্যদের নিয়ে ইফতারসামগ্রী বিতরণ করেছে। নিজেদের প্রচেষ্টায় এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে চাঁদপুর হাইমচর উপজেলার ১১৫টি পরিবারদের মাঝে তারা এই ইফতারসামগ্রী বিতরণ করে।

jagonews24

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাহরি খাওয়ার পর সংগঠনটির নেতাকর্মীরা ইফতারসামগ্রী নিয়ে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেয়।

সংগঠনের অর্থ সম্পাদক মো. ইয়ামিন শেখ বলেন, আমাদের উদ্দেশ্য ছিল- কমপক্ষে দেড়শ থেকে দুইশ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা । তবে মহামারি করোনার কারণে আমরা আশানুরূপ কালেকশন করতে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ আমরা ১১৫টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছি।

jagonews24

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. ফয়সাল মিয়া বলেন, সদস্যদের সর্বাত্মক সহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমাদের এই উদ্যোগটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছি। যাদের জন্য আয়োজন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা খুব সুন্দরভাবে এগুলো পৌঁছে দিয়েছে। এজন্য আমার শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

জহির খান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।