ছাত্রদের উদ্যোগে খাদ্যসামগ্রী পেল অর্ধশতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০১ মে ২০২১

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। জরুরি কিছু সেবা ছাড়া বন্ধ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন নিদারুণ কষ্টে। কর্মহারা মানুষ নিজ সন্তানের মুখে কী তুলে দেবেন, সেটা নিয়ে একপ্রকার দিশেহারা হয়ে পড়েছেন।

দুর্ভোগে পড়া এমন লোকদের সহযোগিতা করতে চট্টগ্রামের সাতকানিয়ায় এগিয়ে এসেছে একদল ছাত্র। তাদের উদ্যোগে শুক্রবার অর্ধশতাধিক পরিবারে গেছে একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট।

ctg1

জানা গেছে, করোনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই এলাকার ছাত্ররা অবস্থান করছেন বাড়িতে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া কয়েকজন ছাত্র একত্রিত হয়ে এ উদ্যোগ নেন। স্থানীয় এক বিত্তবান ব্যক্তির সহযোগিতায় তারা এ কাজ বাস্তবায়ন করছেন।

প্রকৃত দুর্ভোগে পড়া পরিবার খুঁজে বের করে নিজেদের কাঁধে করে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তাদের বাড়িতে।

ctg1

ছাত্রদের উদ্যোগে সহায়তা পাওয়া কুতুব উদ্দিন জানান, আমি একটি ভাতঘরে (ছোট হোটেল) কাজ করতাম। লকডাউনে সেটি বন্ধ রয়েছে। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। কয়েকদিন আগে এলাকার কিছু ছাত্র আমার বিষয়ে খোঁজ-খবর নিয়েছিল। পরে দেখি তারা বাড়িতে খাদ্যসামগ্রীর একটি প্যাকেট দিয়ে গেছেন। ছাত্ররা এরকম একটি কাজ করবে, বিশ্বাসই করতে পারছি না।

এ কাজে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, করোনায় অনেক মানুষ কাজ হারিয়েছেন। লকডাউনে তাদের পরিবার কষ্টে আছে। তাদের সামান্য সহযোগিতার চেষ্টায় আমাদের এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয় এবং কলেজ বন্ধ থাকায় আমরা এলাকার কয়েকজন ছাত্র একত্রিত হয়ে এ কাজে অংশগ্রহণ করেছি। আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন একটি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) ও এলাকার বাসিন্দা শ্রী অশোক কুমার বৈদ্য।’

মিজানুর রহমান/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।