বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ২১৬৪ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০২ মে ২০২১
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে রোববার (২ মে) আরও ২ হাজার ১৬৪ জন করোনা টিকা নিয়েছেন।

গত ২৫ এপ্রিল থেকে এ পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৬৯০ জন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে শনিবার (১ মে) পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৬৬২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়। আর বেতার ভবনের ফিভার ক্লিনিকে গতকাল পর্যন্ত ৯৩ হাজার ১৫৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

অন্যদিকে বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৩৭ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৭৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২২ জন। বর্তমানে ভর্তি আছেন ১১৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন।

এমইউ/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।