নজরুলের জন্মদিনে রবীন্দ্রনাথের ছবি, রবিকে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৭ জুন ২০২১
কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে রবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেয়ায় ক্ষুব্ধ কবির স্বজনরা। তাদের আবেদনের প্রেক্ষিতে রবির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীর আবেদনের প্রেক্ষিতে সোমবার (৭ জুন) নোটিশটি রবির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। এতে রবির ফেসবুক পোস্টের বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

নোটিশের বিষয়টি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মো. মিজান উল আলম জাগো নিউজকে বলেন, ‘নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী আমাদের কাছে একটি প্রতিকার চেয়েছেন। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে রবি একটি পোস্ট দেয়। সেখানে তারা নজরুল ইসলামের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েছে। সেখানে কাজী নজরুলের যে লেখা ব্যবহার করা হয়েছে সেগুলো সঠিক ছিল না। এটা অবমাননা। সে বিষয়েই নোটিশে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

রবি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মন্ত্রণালয়ের বিষয়, মন্ত্রণালয় কীভাবে সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে। তাদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের বিষয় থেকে বিরত থাকার কথাও বলা হতে পারে। কর্তৃপক্ষ যেভাবে চিন্তা করেন সেভাবেই হবে।’

তথ্য মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ‘গত ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে রবি টেলিকম ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টে জাতীয় কবি কাজী নজরুলের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেয়া হয়। কবি নজরুল রচিত একটি সংগীতের কয়েকটি লাইন তুলে ধরা হয়, সেখানেও অনেক ভুল ছিল। এ রকম চরম অবমাননাকর পোস্ট দিয়ে রবি টেলিকম বাংলা সাহিত্যের দুই কবির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। রবি টেলিকমের এ ধরনের কাণ্ডে ক্ষুব্ধ গোটা বাঙালি জাতি।’

এদিকে রোববার রবির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। নোটিশ হাতে পাওয়ার সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

আইএইচআর/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।