করোনায় নারীর মৃত্যু বাড়ছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৯ জুন ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীদের মৃত্যু বাড়ছে। দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার (৯ জুন) পর্যন্ত মোট ১২ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৩১৯ জন ও নারী ৩৬০ জন। শতাংশের হিসাবে পুরুষ ৭১ দশমিক ৯৭ শতাংশ ও নারী ২৮ দশমিক শূন্য ৩ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এদিন মৃতদের মধ্যে নারী ১৯ এবং পুরুষ ১৭ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, ৯ মে পর্যন্ত পুরুষ ৮ হাজার ৬৫৩ ও নারী তিন হাজার ২৮১ জনসহ মোট ১১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। শতাংশের হিসাবে পুরুষ ৭২ দশমিক ৫১ ও নারী ২৭ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে কমেছে পুরুষের মৃত্যু আর বেড়েছে নারী মৃত্যু।

এমইউ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।