পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন ২৪০ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০০ পিএম, ২১ জুন ২০২১

রাজধানীর তিনটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ২৪০ জন। তাদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১০২ জন নারী।

সোমবার (২১ জুন) থেকে পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকাদান শুরু হয়।

টিকাগ্রহীতার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন ৮৪ জন (পুরুষ ৪৫ জন ও নারী ৩৯ জন), কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন ৭৮ জন (পুরুষ ৪৯ জন ও নারী ২৯ জন) এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন ৭৮ জন (পুরুষ ৪৪ জন ও নারী ৩৪ জন)।

যারা টিকা নিয়েছেন তাদের এক সপ্তাহ থেকে ১০দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর যদি তাদের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয় তাহলে মজুত করা এক লাখ ৩৮০ ডোজ টিকা সারাদেশে প্রয়োগ শুরু হবে।

এমইউ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।