‘কতবার বলেছি, মাস্ক কেনেন, সামনে পুলিশ!’
মাস্ক না পরায় রাজধানীর মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় ৮ জনকে জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জরিমানা দেয়া বেশিরভাগই বিভিন্ন দোকানের ক্রেতা-বিক্রেতা।
বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকা তেকে ১৬ জনকে আটকে করে তিনটি ভ্যানে ওঠায় পুলিশ। এর প্রায় এক ঘণ্টা পর বেলা ১২টার দিকে ঘটনাস্থলে আসে মোবাইল কোর্ট।
কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম সবার কথা শুনে ৮ জনকে ১০০ টাকা করে জরিমানা করেন। আর বাকিদের পরবর্তীতে এ ধরনের কাজ না করতে বলা হয়।
কাফরুল থানার এসআই মুস্তাফিজ বলেন, লকডাউন অমান্য করায় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করেছে। অন্যদিকে মিরপুরের রূপনগর এলাকায় আরও ৫ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শাহ আলম নামের একজন ব্যবসায়ী বলেন, ‘পকেটে মাস্ক থাকার পরও না পরার কারণে ১০০ টাকা জরিমানা দিতে হয়েছে।’
তবে জরিমানা দিতে হয়নি বেশ কয়েকজনকে। এদের মধ্যে একজন দোকানদার জানান, ‘আমি মুদি দোকানের ক্যাশে বসেছিলাম। মুখে মাস্ক ছিল না। আগামীতে দোকানে থাকা অবস্থায় মাস্ক পরব, এই শর্তে আমাকে ছেড়ে দেয়া হয়েছে।’
সেখানেই মাস্ক বিক্রি করছিলেন শরিফ মিয়া। তিনি বলেন, ‘আমি তাদের কতবার বলেছি, মাস্ক কেনেন, সামনে পুলিশ! তারা কিনে নাই। এখন গাড়িতে উঠে আমার কাছে মাস্ক চায়। মাস্ক ছাড়া চলাফেরা করলে পুলিশ তো ধরবেই।’
এসএম/এমএইচআর/এমকেএইচ