টিকা নিলেন পৌনে ১৩ হাজার পোশাক শ্রমিক
দেশে করোনার টিকাগ্রহণ ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছেই। ফাইজার, মডার্না, সিনোফার্মের টিকা আসায় সারা দেশে পুরোদমে চলছে টিকা কার্যক্রম। এখন পর্যন্ত দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন এক কোটি দুই হাজার ৬৪৮ জন মানুষ।
রোববার (১৮ জুলাই) টিকা পেয়েছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হয়েছে। গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকাদান শুরুর প্রথমদিনে টিকা নিয়েছেন ১২ হাজার ৭৩০ জন শ্রমিক। তাদের সবাইকে মডার্নার টিকা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাতে উল্লেখ করা হয়, রোববার সারা দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২৭২ ও নারী ৪০৬ জন। এ নিয়ে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ পেলেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।
এদিন, ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৭৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯৯ ও নারী ৮১ জন। এ নিয়ে দেশে ফাইজারের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২ জন।
একইদিনে চীনের সিনোফার্মের টিকা নেন এক লাখ ৩৬ হাজার ৪২১ জন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৯৬ জন ও নারী ৫৮ হাজার ১২৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারী বেড়ে দাঁড়াল নয় লাখ ১৯ হাজার ৭৬৭ জন।
এদিন, সিনোফার্মের দ্বিতীয় ডোজ নেন ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৪৪ ও নারী ১৪৫ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮৬ জন।
এছাড়া মডার্নার টিকা নিয়েছেন ৪৫ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৮৯৮ ও নারী ১৭ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত দেশে মোট দুই লাখ পাঁচ হাজার ৯০৩ জন মডার্নার টিকা পেয়েছেন।
এমইউ/এএএইচ