করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যের পরিবারকে অনুদান
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের কনস্টবল মো. ফরিদ উদ্দিনের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সোমবার (১৯ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে এই অনুদান নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. ফাতেমা বেগমের হাতে তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।
এর আগে করোনাভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৯ পুলিশ সদস্যের পরিবারকে ১০ হাজার টাকা করে ও একজন আনসার সদস্যের পরিবারকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট চার লাখ ৯৫ হাজার টাকা উপহার দেয়া হয়।
টিটি/জেডএইচ/এমএস