যতই হুমকি দেন কোনো কাজ হবে না : প্রধানমন্ত্রী
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতই হুমকি দেন। কোনো কাজ হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ হবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। ইনশাল্লাহ ২০২১ সাল লাগবে না। তার আগেই হবে। আর ২০৪১ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সমৃদ্ধিশালী উন্নত দেশ হবে।’
শনিবার বিকেলে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুনর্মিলনী সমাবেশ ও যুব জাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিশ দল এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে’, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন বিএনপির বিশ দলে যারা আছে, তারা কেউ স্বাধীনতাবিরোধী, কেউ খুনী। তাদের নিয়ে বিশ দল গঠন করা হয়েছে। বিশ দলে নেতারা বিষফোঁড়ার মতো। বিশ দল এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এতে কোন সন্দেহ নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা ওয়াদা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা করে দেখিয়েছি। বিচার চলছে, চলবে। একে একে সব রায় কার্য্কর করা হবে।’
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আর্ন্তজাতিক চাপ ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তো কারো কাছে মাথা নত করে না। আমরা বিজয়ী জাতি। সব সময় মাথা উঁচু করে চলব। যুবসমাজকে সেভাবেই তৈরি হতে হবে। কারো কাছে ভিক্ষা চাইতে হবে না।’
যুবলীগের অতীত সংগ্রাম তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘যুবলীগ অতীতে যেভাবে আত্মত্যাগ করেছে, আগামীতেও দেশ ও জাতির স্বার্থে যে কোন আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন। এমন কোন কাজ করবেন না যাতে যুবলীগের বদনাম হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সমাবেশে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবলীগের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এবং যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। যুবলীগের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ সংগঠনটির বর্তমান ও প্রাক্তন নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।