ভারতে সংকট কেটে গেলে আগে টিকা পাবে বাংলাদেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ আগস্ট ২০২১

ভারতে করোনা সংকট কেটে গেলে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা টিকার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। ভারতে সংকট কেটে গেলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।

অনষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের টিকার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের প্রত্যাশা তাদের টিকা পাব। ভারত কঠিন সময়ে আমাদের পাশে থেকেছে। আগামী দিনেও কঠিন সময়ে তারা আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার অংশ হিসেবে এসব হস্তান্তর করা হয়।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লো মিটার, নন-রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, ১০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, ৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এলএমও সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর ও ইনফ্রা থার্মোমিটার।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।