সাবেক এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৪

স্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত রবিবার এ আদেশ দেন।

এর আগে, শুক্রবার ধানমন্ডি থানার পুলিশ মামলার রহস্য উদঘাটনের জন্য হুমায়ূন সুলতানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ হুমায়ূন সুলতানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

স্ত্রী মাহজাবিনকে হত্যার দায়ে তাকে বৃহস্পতিবার রাতে আটক করে পুলিশ। উল্লেখ্য, হুমায়ূন সুলতানের স্ত্রী ডা. মাহজাবিনকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন তার শাশুড়ি ডা. জেসমিন আরা বেগম। কর্তব্যরত চিকিৎসক এ সময় মেহজাবিনকে মৃত ঘোষণা করেন।

ওইদিন কন্যাকে হত্যার দায়ে মেহজাবিনের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেয়ের শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে আসামি করা হয়। মামলার পর ছেলে হুমায়ূন সুলতানকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু শ্বশুর-শাশুড়ি এখনও গ্রেফতার হয়নি।

মাহজাবিনের শাশুড়ি জেসমিন আরা হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক। মাহজাবিন ওই কলেজ থেকেই এমবিবিএস পাস করেছেন। দেড় বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন সুলতানের সঙ্গে মাহজাবিনের বিয়ে হয়। মেহজাবিন ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসার তৃতীয় তলার বাসায় শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে বসবাস করতেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।