২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ময়মনসিংহ বিভাগে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রোগীর দৈনিক সংখ্যা আগের তুলনায় কমছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের সাত বিভাগে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৪৩২ জনে।
সাত বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১২ জন, বরিশালে ৪ জন, সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বয়সভিত্তিক হিসেবে দেখা গেছে, শূন্য থেকে ২০ বছর বয়সী এবং ৯০ বছরের ওপরে কেউ মারা যাননি। ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ১৪ জন এবং আশি বছরের বেশি বয়সী ৪ জন মারা যান।
এমইউ/এমএইচআর/এমএস