রাজারবাগ শরীফের শতাধিক সুন্নতি সামগ্রী প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

সারাবিশ্বে পবিত্র সুন্নত ব্যাপকভাবে প্রচার ও প্রসারের লক্ষ্যে সুন্নতি খাবার, তৈজসপত্র, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন ধরনের শতাধিক সুন্নতি সামগ্রী প্রদর্শনীর আয়োজন করেছে রাজারবাগ দরবার শরীফ। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সুস্থ্য থাকতে পবিত্র সুন্নতি সামগ্রী ব্যবহারের বিকল্প নেই’ শীর্ষক এক সেমিনারে এসব সুন্নতি সামগ্রী প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দৈনন্দিন কাজে ব্যবহার করেছেন এমন নানা জিনিস, পোশাক এবং শরীর সুস্থ রাখতে তিনি যেসব সুন্নতি খাবার গ্রহণের পরামর্শ দিতেন তা প্রদর্শন করা হয়।

jagonews24

এসময় পবিত্র সুন্নতের উপকারিতা এবং অপরিহার্যতা নিয়ে আলোচনায় গবেষক ও ফার্মাসিস্ট এবিএম রুহুল হাসান বলেন, ‘সুস্থ্য থাকতে পবিত্র সুন্নতি সামগ্রী ব্যবহারের বিকল্প নেই।’ এসময় তিনি রাসুল (সা.) এর হাদিস উল্লেখ করে কালোজিরার ব্যবহার, চোখে সুরমার ব্যবহার, সিরকাসহ বিভিন্ন উপকারী সামগ্রী নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘শারীরিক বিভিন্ন সমস্যার কারণে আমরা নানা ধরনের খাবার খাই ও ওষুধ সেবন করি। বিজ্ঞান ও চিকিৎসকরা এসব খাবার ও ওষুধের বিভিন্ন ধরনের পরিবর্তন করেন। কিন্তু রাসুল (সা.) যেসব খাবার খেয়েছেন ও যেসব সামগ্রী ব্যবহার করেছেন, তার কার্যকরী কোনো পরিবর্তন নেই। সবসময়ের জন্য এসব উপকারী।’

jagonews24

এবিএম রুহুল হাসান বলেন, ‘রাজারবাগ দরবার শরীফের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে সব ধরনের সুন্নতি সামগ্রী পাওয়া যায়। এছাড়া দেশব্যাপী ভ্রাম্যমাণ ও জেলাভিত্তিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের গাড়ি এবং অনলাইনে এসব সুন্নতি সামগ্রীর অর্ডার করা যায়।’

এসময় আরও বক্তব্য রাখেন মুফতি সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম, মুহাম্মদীয়া জামিয়া শরিফ মাদরাসার মুহাদ্দিছ মুহম্মদ ফজলুল হক।

jagonews24

প্রদর্শনীতে আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের উদ্যোগে শতাধিক সুন্নতী সামগ্রীর প্রদর্শনী করা হয়। সুন্নতি দ্রব্য সামগ্রীর মধ্যে পুরুষদের পোশাক (সুন্নতি কুম্মাহ বা টুপি, সুন্নতি কিনায়া, সুন্নতি কোর্তা, সুন্নতি ইযার বা লুঙ্গি, সুন্নতি সালোয়ার, সুন্নতি ইমামাহ বা পাগড়ি, সুন্নতি মাথার রুমাল, সুন্নতি আবা বা জুব্বা, লিবাসুশ শীতা বা শীতকালীন পোশাক, সুন্নতি হুবরাহ বা চাদর, সুন্নতি খুফ্ফুন বা মোজা, সুন্নতি নালাইন বা স্যান্ডেল) নারীদের পোশাক (সুন্নতি কোর্তা, সুন্নতি সালোয়ার, সুন্নতি ওড়না, সুন্নতি হিজাব বা বোরকা, সুন্নতি খুফ্ফুন লিলইয়াদ বা হাত মোজা, সুন্নতি খুফ্ফুন লিররিজলি বা পা মোজা, সুন্নতি না’লাইন বা স্যান্ডেল), প্রশাধনীর মধ্যে সুন্নতি আতর বা সুগন্ধি, ইসমিদ সুরমা, তাসবীহ, মেসওয়াক, মেহেদি। তৈজষপত্র: সুন্নতি প্লেট, সুন্নতি ক্বদহুন বা পেয়ালা, সুন্নতি লবনদানী, সুন্নতি সুফর বা দস্তরখানা, চামড়ার সুন্নতি মশক, খিলাইল, ধুন্দলের ছোবড়া, ঝামা পাথর। আসবাবপত্র: সুন্নতি সারীর বা চকি, সুন্নতি উইসাদাহ বা বালিশ, সুন্নতি চাটাই, সুন্নতি মিম্বর, সুন্নতি আসা বা লাঠি, হাতির দাতের সুন্নতি চিরুনি, পিতলের বদনা, মাটির পাত্র, সিককিন বা ছুরি।

jagonews24

আরও প্রদর্শন করা হয়-পানীয়: মাউন বা পানি, হালিব বা দুধ, খল বা সিরকা, মধু বা আসাল, নাবিয বা খেজুরের শরবত। ফল: তামর বা খেজুর, খুরমা বা শুকনা খেজুর, আনাব বা আঙ্গুর, যাবিব বা কিশমিশ, রুম্মান বা আনার/ বেদানা, ত্বিন বা ডুমুর, যাইতুন, মাওযুন বা কলা, আপেল, সফরজল, বিত্তিখ বা তরমুজ, বরই। শস্য ও ফসল: হাব্বাতুস সাওদা বা কালোজিরা, মেথি, কিছ্ছা বা শসা, কদু, কচু, ডাল, বিটরুট, ঘৃতকুমারী, বেগুন, লেবু, সরিষা, মিষ্টিকুমড়া, মাসরুম, হেলেঞ্চা শাক, মূলা, গাজর। তৈল: জয়তুনের তেল, কালিজিরার তৈল, সরিষার তেল। মসলা: পিঁয়াজ, মরিচ, রসুন, আদা, গোলমরিচ, মৌরি, ধনিয়া, জিরা, বাদাম, আখরোট। খাবার: শায়ির বা যব, বুর বা গম, রুযযুন বা চাল, মিলহুন বা লবন, যুবনাহ বা পনির, যুব্দাহ বা মাখন, সাওয়িক্ব বা ছাতু, বাইদ্বা বা ডিম, চর্বি, মাছ, ভাত, লাহমুন বা গোশত, ছারিদ, তালবিনাহ, হাইসাহ্, হারিসাহ্, যবের রুটি, গমের রুটি, হালুয়া ইত্যাদি।

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।