বিদেশ যাওয়ার টাকা দিতে বিলম্ব করায় যুবকের আত্মহত্যা
বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছেন, ভিসাও হয়েছে। কিন্তু প্রবাসে যাওয়া হলো না ইমাম হোসেনের (২৪)। টাকার জোগান দিতে বিলম্ব করায় রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছেন তিনি।
ইমাম হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের শহীদ উল্যাহর ছেলে। সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান ইমাম হোসেন। টাকার ব্যবস্থা করে দেবেন বলেছিলেন বাবা। কিন্তু টাকা দিতে বিলম্ব হওয়ায় রাগ করে এমন কাজ করেছেন বলে পরিবারের দাবি।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, বিদেশ যাওয়ার টাকার জোগান দিতে দেরি করায় অভিমান করে ফাঁস দেয় সে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস