বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি পিসি আর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সাইট পরিদর্শনে যান তারা।

jagonews24

এসময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, আগামী তিন থেকে চারদিনের মধ্যে ল্যাব স্থাপনসহ আরটি পিসি আর কার্যক্রম শুরু হবে।

এমইউ/এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।