বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি পিসি আর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সাইট পরিদর্শনে যান তারা।
এসময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, আগামী তিন থেকে চারদিনের মধ্যে ল্যাব স্থাপনসহ আরটি পিসি আর কার্যক্রম শুরু হবে।
এমইউ/এমএসএম/জেআইএম