মুফতি ইব্রাহিমের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে ‘সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুফতি কাজী ইব্রাহিমকে সোমবার রাতে সাদা পোশাকধারী কিছু লোক উঠিয়ে নিয়ে যান। তারপর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না।’

বক্তারা আরও বলেন, কোনো রাজনীতির সঙ্গে তিনি (ইব্রাহিম) জড়িত নন। তাহলে কেন তাকে রাতের আঁধারে উঠিয়ে নেওয়া হলো? তিনি কোথায় আছেন আমরা জানি না। আলেমদের এভাবে উঠিয়ে নিয়ে যাওয়া কোনো ভালো লক্ষণ নয়। তিনি আইনের চোখে যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেন। কিন্তু এভাবে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হলো কেন?

মানববন্ধনে মুফতি কাজী ইব্রাহিমের অনুসারীরা অংশ নেন। এসময় মুফতি কাজী ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

আরএসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।