গোপালগঞ্জে শিক্ষক নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গোপালগঞ্জের উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে মরধর ও সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মনোজ কান্তির বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান জানান, বিদ্যালয়ের উন্নয়ন কাজের টাকার ভাগ না দেওয়ায় ২৮ নং উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে গত ৩ ও ৫ অক্টোবর দুই দফায় অমানবিকভাবে নির্যাতন করা হয়।
তিনি বলেন, ‘গোপালগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনোজ কান্তি বিশ্বাসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে তড়িঘড়ি করে মিথ্যা প্রতিবেদন দিয়েছন। পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।’
এসময় তিনি প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতি ও পরিচালক পর্যন্ত পদোন্নতি চালু, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান এবং বেতন বৈষম্য দূরসহ শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মোসা. শাহিদা আক্তার, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছমা খানম, সহ-সভাপতি মোসা. রওশন আরা বেগম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ।
আরএসএম/এএএইচ/জেআইএম