অভিযান পরিচালনায় মাথা নত করা হবে না : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৯ নভেম্বর ২০১৪

যানজট সহনীয় মাত্রায় নামিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযান কোনও রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন সড়কে বিআরটিএ এর মোবাইল কোর্ট পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যানজট এবং দুর্ঘটনা সহনীয় মাত্রায় নামিয়ে আনতে যত দিন প্রয়োজন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযান চলবে। কোনও রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, আমরা অভিযানের কৌশল বদলেছি। এখন থেকে যে কোনো স্থানে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে। আমরা ইতোমধ্যে আরো ২ জন নির্বাহী হাকিম পেয়েছি। মোট পাঁচজন নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালত এ অভিযানগুলো পরিচালনা করবে।

তিনি আরও বলেন, গাড়ি দুর্ঘটনায় পড়বে আর মালিক বাইরে থাকবে সেটা হবে না। গাড়ির শ্রমিক এবং মালিক দুজনকেই শাস্তির আওতায় আনা হবে।আমরা যে নতুন আইন করতে যাচ্ছি সেই আইনের মাধ্যমে বিআরটিএকে কাঠামোগতভাবে শক্তিশালী করা হবে।

গত এক সপ্তাহে অভিযানের ফলাফল জানিয়ে মন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে ফিটনেস ও অনুমোদনহীন গাড়ি চালানোর দায়ে প্রায় ৮ হাজার মামলা হয়েছে। জরিমানা হয়েছে ৫২ লাখ টাকা।

বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে ৫টি ভ্রাম্যামণ আদালত কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।