‘‌‌দেশজ সংস্কৃতিকে রক্ষা করতে হবে’


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২০ নভেম্বর ২০১৪

সাংস্কৃতিক গবেষণার ওপর জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশজ সংস্কৃতিকে রক্ষা করতে হবে। দেশজ সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন নতুন অনেক প্রযুক্তি এসেছে। সব কিছুই এখন ডিজিটাল। আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও পৃথিবী এগিয়ে যাচ্ছে। পুরোনো ঐতিহ্য আমাদের সংরক্ষণ করতে হবে। কিন্তু শুধু পুরোনো জিনিস ধরে রাখবো, সামনে এগুবো না, এই চিন্তাটা বাদ দিতে হবে। এ চিন্তা আমাদের এগুতে দেবে না। নইলে সেই ‘জলসা’ ঘরের মতো আস্তে আস্তে সব ধ্বসে ধ্বসে পড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পুরোনো ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। তবে নতুনের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। নতুনদেরকে সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে হবে। নতুনদের আকৃষ্ট করতে হলে যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নজরুলের বিদ্রোহী কবিতা সব সময় আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা যে জয় বাংলা স্লোগান বলি, এটা তো নজরুলের।’ এটা হয়তো অনেকে জানেন না বলেও উল্লেখ করেন করেন তিনি।

‘আমাদের ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করেই আমাদের আধুনিকায়নের দিকে যেতে হবে। প্রযুক্তি ব্যবহারের দিকে যেতে হবে। কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবপোর্টাল ব্যবহার করছে আমাদের ছেয়েমেয়েরা। এসব প্রযুক্তির মাধ্যমে ছেলেমেয়েদের কাছে সংস্কৃতিকে সহজে পৌঁছে দিতে হবে।’ তাদের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।