প্রাণ-আরএফএল সেন্টারে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ নভেম্বর ২০১৪

রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল জরুরি অগ্নিনির্বাপন মহড়া। বৃহস্পতিবার সকাল ১১টায় এ মহড়ার আয়োজন করা হয়।

জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে প্রাণ-আরএফএল সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারিবৃন্দ জরুরি বর্হিগমন সিড়ি দিয়ে ভবনের নিচে নেমে আসেন।

অগ্নিনির্বাপন মহড়া সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক জানান, ভবনের অগ্নিনির্বাপন যন্ত্রপাতি যাচাই, সচেতনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ মহড়ার আয়োজন করা হয়। এ ধরণের মহড়া প্রায়ই আয়োজন করা হয়।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।