‘এখন হাতেগোনা কয়েকজনকে পাবেন যারা টিকা নেয় নাই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২

পরিবহন শ্রমিকরাও করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিচ্ছেন। অনেকেই টিকার সনদ সঙ্গে নিয়ে ঘুরছেন। আবার অনেকেই টিকা সনদ সঙ্গে না থাকলেও ‘সনদ বাসায় রেখে এসেছি’ বলে দাবি করছেন। কেউ এক ডোজ নিয়েছেন, আবার কেউ ডাবল ডোজ নিয়েছেন বলে জানান।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে বাস চালক-হেলপারদের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে।

টিকা নিয়েছেন কি না জানতে চাইলে তুরাগ পরিবহনের আব্দুর রহমান নামে এক বাসচালক বলেন, নিয়েছি। সনদ আছে কি না জানতে চাইলে পকেট থেকে বের করে টিকা সনদ দেখান তিনি।

একই বাসের হেলপার আবুল হোসেনও টিকা নিয়েছেন। তবে, সনদ সঙ্গে নেই তার। জানতে চাইলে বলেন, ‘কালকেই পরের (দ্বিতীয়) ডোজ নিছি, এল্লিগা কাগজ বাইর করা হয় নাই।’

jagonews24

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আরেকটি বাসের চালককেও টিকা নিয়েছেন কি না প্রশ্ন করলে মানিব্যাগ থেকে টিকার সনদ বের করে দেখান তিনি।

একই বাসের হেলপারকে জিজ্ঞাসা করলে বলেন, ‘কালকেই পরের (দ্বিতীয়) ডোজ নিছি। কাগজ বাইর করি নাই।’

ইউনুস আলী নামে এক হেলপারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন হাতে গোনা কয়েকজনকে পাবেন, যারা টিকা নেয় নাই। বাকি সবাই এখন টিকা নিতাছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজেরা টিকা নিছি, তবে আমাদের নেতারা কোনো উদ্যোগ নেয় নাই।’

কীভাবে টিকা নিয়েছেন জানতে চাইলে অনলাইনে আবেদন করেছেন বলে জানান চালক-হেলপাররা। তবে পরিবহন নেতারা যদি চালক-হেলপারদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করে দিতেন, তবে সবাই টিকা নিতেন বলেও দাবি চালক-হেলপারদের।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা নেই নাই। তবে, ব্যক্তিগতভাবে আমরা সবাইকে টিকা নেওয়ার জন্য তাগিদ দিচ্ছি।

এমআইএস/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।