শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
এ কে এম শামিমুল হক ছিদ্দিকী

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া বদল করা হয় আরও চার অতিরিক্ত সচিবের দপ্তর।

এর মধ্যে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) আনিস মাহমুদ।

অপর আদেশে বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম ও অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এ খালেক মল্লিককে।

আরএমএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।