তেজগাঁওয়ে পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৪

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের একটি পেট্রোলপাম্পে রাখা তেলবাহী একটি গাড়িতে আগুন লেগেছে।  রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে দমকল বাহিনীর সাতটি ইউনিট কাজ করছে।

দমকল বাহিনীর নিয়্ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও ফরহাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁওর সাতরাস্তা মোড়ের পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন লাগে। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের জন্য মগবাজারগামী ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।