এরশাদ এখন মালয়েশিয়ায়
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ৫ দিনের সফরে মালয়েশিয়া গেছেন। রোববার দুপুর সাড়ে বারটায় এমএইচ ১০৩ বিমানযোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সফরে এরশাদের সঙ্গে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এবং একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব:)।
এরশাদকে বিমানবন্দরে বিদায় জানাতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মোঃ আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, এ্যাডঃ সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ড. নুরুল ইসলাম মিলন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।