মোবারকের ফাঁসির রায়ে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৪ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। সোমবার ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনের এ রায় দেন। রায়ের পর গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র (একাংশের) ইমরান এইচ সরকার বলেন, মোবারক হোসেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের সহায়তায় নানা রকম অপকর্ম করেছিলেন। শাস্তি থেকে বাঁচার জন্য আওয়ামী লীগে যোগ দেন। সরকারি দলের সমর্থক হওয়ায় আমরা রায় নিয়ে শঙ্কায় ছিলাম। তবে তার ফাঁসির আদেশে আমরা খুশি। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।