লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৪ নভেম্বর ২০১৪

আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম।

সোমবার বেলা পৌনে ১২টায় এক প্রেস বিজ্ঞাপ্তিতে সংগঠনটির মহানগর প্রচার বিভাগের সংগঠক ওলিউল্লাহ আরমান এ তথ্য জানিয়েছেন। হেফাজতে ইসলাম, ঢাকা মহানগর শাখা এই বিক্ষোভের ডাক দিয়েছে।

হজ, তবলিগ জামাত ও হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তিকারী আবদুল লতিফ সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রোববার রাতে কলকাতা থেকে ইন্ডিয়ান এয়ার লাইনসের একটি বিমানে দেশে ফেরেন।

ওই রাতে এক বিবৃতিতে সাবেক এই মন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ঢাকা ঘেরাওসহ লাগাতার হরতালের হুমকি দেয় হেফাজতে ইসলামসহ অন্যান্য ধর্মভিত্তিক দল।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক সভায় হজ, তবলিগ জামাত ও হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় তাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।