কলেজ চত্বরে শিক্ষার্থীরা, সড়কে অবস্থান ব্যবসায়ীদের
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুড়তে দেখা গেছে ব্যবসায়ীদের।
এর আগে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে কলেজ চত্বরের ভেতর পাঠালে ব্যবসায়ী ও শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে তারা নীলক্ষেত ও সায়েন্সল্যাবে অবস্থান নেন।
একপর্যায়ে ব্যবসায়ীরা মার্কেট থেকে সড়কে বেরিয়ে এলে সংঘর্ষ বাধে। এসময় নীলক্ষেত-নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ এসে কাঁদানেগ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতর অবস্থান নেন।
এমআইএস/জেডএইচ/এমএস