চট্টগ্রামে বাসচাপায় পোশাককর্মী নিহত
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় দ্রুতগতির বাসের চাপায় শোভা আকতার ওরফে শিফা (১৮) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইপিজেড থানার চৌধুরী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬নং রুটের একটি দ্রতগতির বাস শিফাকে পেছন থেকে চাপা দেয়। এতে শিফা গুরুতর আহত হন।
‘পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিফাকে মৃত ঘোষণা করেন।’
নিহত শিফা নগরীর বন্দর থানার কলসী দিঘীপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ থানার পশ্চিম বাঘরাজা শিবপাশা গ্রামের বয়াত আলীর মেয়ে।
ইকবাল হোসেন/এমপি/জিকেএস