হাজারীবাগে বস্তিতে আগুন, শিশুর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের পেছনের বালুঘাট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬-৭ টি ঘর পুড়ে যায়। ঘটনার পরপর মোহাম্মদপুর ও পলাশী ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় বস্তিটির ৬ থেকে ৭ টি ঘর পুড়েছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে।