রংপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৪:৩১ এএম, ২১ জুন ২০২২

রংপুরের মিঠাপুকুরে উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- শফিক ও ইমন। উপজেলার তিলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি।

স্থানীয়রা জানান, তালিমগঞ্জ বাজার এলাকায় সংযোগ রাস্তা দিয়ে মোটরসাইকেলে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে নিহত দুজনে শিক্ষার্থী। তাদের বয়স ২০-২২ এর মতো। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

জিতু কবীর/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।