বঙ্গবন্ধুর সমাধিতে নতুন গভর্নর আবদুর রউফের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানো শেষে নবনিযুক্ত গভর্নর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের রেস্ট হাউজে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ইডি সিরাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়ালিদ হোসেন, উপ-সচিব মো. হেলাল উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, গভর্নরের একান্ত সচিব মো. জয়নুল আবেদীন বশির, সোনালী ব্যাংকের জিএম মো. আব্দুল কুদ্দুস, খোকন চন্দ্র বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊধ্র্বতন কর্মকর্তারা।
এসএএইচ/এমএস