‘নিরাপদ মাছ উৎপাদন-সরবরাহে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৪ জুলাই ২০২২
কেন্দ্রীয় মৎস্যমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

‘নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে। পাশাপাশি, যেসব মাছ ক্ষতিকর কেউ যাতে সেগুলো উৎপাদন করতে না পারেন সেই বিষয়েও নজর রাখছে সরকার।’

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে কেন্দ্রীয় মৎস্যমেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব মন্তব্য করেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, এ সরকার ক্ষমতায় আসার আগে দেশে মাছের মান নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করেছেন। মাছের খাবার ও যে মাছ রপ্তানি করা হবে তা পরীক্ষা-নিরীক্ষা করা এখন সম্ভব হচ্ছে।

‘সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণেই এখন মাছে ফরমালিনের প্রয়োগ নেই। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা মাছের মান নিয়ন্ত্রণে কাজ করছেন। কোনো মাছের বাজারে কিংবা অন্য কোথাও অনিরাপদ মাছ বিক্রির সুযোগ নেই।’

শ ম রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মৎস্যখাতকে সমৃদ্ধ করার জন্য সর্বপ্রথম গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেছিলেন। তারই ধারাবাহিকতায় এ খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্নভাবে বিনিয়োগ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার দক্ষ নেতৃত্বে আমরা মৎস্যখাতে ব্যাপক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তবে এখানে থেমে থাকলে চলবে না, মাছের ব্যাপক উৎপাদন করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। তাছাড়া, এ খাতকে আরও সম্প্রসারিত করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যারা এগিয়ে আসবেন, রাষ্ট্র তাদের সব ধরনের সহায়তা দেবে।

jagonews24

তিনি আরও বলেন, মৎস্যখাত পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর একটি সহায়ক খাত। বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতি সচল করা ও বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনের একটি অন্যতম খাত হবে এটি।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় মৎস্যমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছোট মনির ও মোছা. শামীমা আক্তার খানম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিন সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ ও কেন্দ্রীয় মৎস্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্যমেলা আগামী তিনদিন চলবে।

আইএইচআর/এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।