মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত, বখাটে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৭ জুলাই ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত ও অভিভাবককে মারপিট করার ঘটনায় হৃদয় (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হৃদয় ওই গ্রামের সদর মোল্লার ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী কিশোরী কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। গত ১৯ জুলাই মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করে এলাকার কয়েকজন বখাটে। এরই প্রতিবাদ করায় ওইদিনই মেয়ের বাবা ও অপর একজনকে মারধর করেন তারা। সোমবার (২৫ জুলাই) মেয়ের চাচাকে মারপিট করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ওইদিন রাতে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এরপর তাদের গ্রেফকারে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বুধবার দুপুরে উপজেলার গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মামলার অন্যতম আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়।

বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান র‌্যাবর এ কর্মকর্তা।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।