বিমানবাহিনীর সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জহুরুল হক দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ পিএম, ২৮ জুলাই ২০২২
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ ঘাঁটির জহুরুল হক দল। রানার্সআপ হয়েছে একই ঘাঁটির বঙ্গবন্ধু দল।

প্রতিযোগিতায় জহুরুল হক দল নয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ দল পেয়েছে চারটি স্বর্ণ, দুটি রৗপ্য ও চারটি ব্রোঞ্জ পদক। সেরা সাঁতারু হিসেবে বিবেচিত হয়েছেন বিজয়ী দলের এসি-২ খোকন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরের আয়োজন করা হয়। এতে বিমানবাহিনীর সাতটি দল অংশ নেয়।

এদিকে, ওয়ারটার পোলো প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটির জহুরুল হক দল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জহুরুল হক দলের সার্জেন্ট নিউটন ওয়াটার পোলো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ অতিথি হিসেবে চূড়ান্ত দিনের খেলা দেখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এর আগে, গত ২৬ জুলাই তিনদিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যোগাযোগ ও ইলেক্ট্রনিক্স পরিদপ্তরের পরিচালক, এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- এয়ার অধিনায়ক, বিমান সদর ইউনিট, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা ও বিমান সদর ইউনিটের সদস্যরা।

এএএম/এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।