ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

পর্যবেক্ষক হিসেবে সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সরাসরি ঢাকায় আসেন।

বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ঢাকা সফর করেন তিনি। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন নিসা।

ঢাকা সফরে নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ, তৈরি পোশাক শিল্পখাতের নেতা ও বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।