মোড়কজাতকরণ সনদ না থাকায় বেয়ন্ড বাইটসকে জরিমানা

মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করেই কেক বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে বেয়ন্ড বাইটসকে জরিমানা করেছে বিএসটিআই।
রোববার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করেই কেক বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে নাট বিস্কুট, ওভালটিন বিস্কুট, লেমন কেক বিক্রয় ও বাজারজাতের অপরাধে লা ডেলিসিয়াকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ মোবাইল কোর্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে পরিচালিত হয়।
এনএইচ/এমএইচআর