পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি
পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ এবং কল্যাণপুর পোড়া বস্তির ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ ৩ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী বাস্তুহারা জনগণের স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা না করে সরকার তাদের উচ্ছেদে নেমেছে। সরকার একদিকে উন্নয়নের কথা বলে কিন্তু এই উন্নয়ন গরিব মেহেনতি মানুষের জন্য নয় তা ` কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে সরকার-প্রশাসনের ভূমিকা থেকে বোঝা যায়।
বক্তারা দাবি জানিয়ে বলেন, ২১ জানুয়ারি যথাযত আইনি প্রক্রিয়া ছাড়া কল্যাণপুর বস্তির ১ হাজার ১ শত ৫৩ টি ঘর গুড়িয়ে দিয়ে ও ২২ জানুয়ারি ১ শত ৪৭ টি ঘরে আগুন দিয়ে পোড়ানো ক্ষতিপূরণ বাবদ প্রতি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৩ লাখ টাকা দিতে হবে। পাশাপাশি গুলিবিদ্ধ আহতদের প্রত্যেককে উপযুক্ত চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিতে হবে।
সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা-কর্মী ছাড়াও কল্যাণপুর পোড়া বস্তিবাসীও অংশ নেয়।
এএস/এএইচ/এমএস