ওমরার নামে ৬ লাখ নেওয়া এজেন্সিকে ৩ লাখ টাকা জরিমানা
ওমরা এজেন্সি কওমী ট্রাভেল অ্যান্ড ট্যুরসকে (ওমরাহ লাইসেন্স নং-৪০৬) ৩ লাখ টাকা জরিমানা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ৬ লাখ ৩০ হাজার টাকা নিয়ে ওমরায় না পাঠানো ও টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জরিমানা করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, কওমী ট্রাভেলসের বিরুদ্ধে ডেমরার মো. ইব্রাহীম অভিযোগ করেন, পবিত্র ওমরা পালনের জন্য ৬ লাখ ৩০ হাজার টাকা দেওয়ার পরও ওমরা পালনের জন্য পাঠাতে পারেনি প্রতিষ্ঠানটি। এরপর টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও টালবাহানা করে কওমী ট্রাভেলস।
এই অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কমিটি তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশ করেছে।
নিবন্ধন কর্তৃপক্ষের সুপারিশ মোতাবেক ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর ধারা ১২ এর অধীন দফা ‘ঠ’লঙ্ঘনের জন্য একই আইনের ধারা ১৩(২)(খ) অনুসারে কওমী ট্রাভেল অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী ওসমান গণিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা করা টাকা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি হজ অনুবিভাগে দাখিল করতে বলা হয়েছে। একই আইনের ১৩(২)(ঘ) অনুসারে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কওমী ট্রাভেলসের ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ইব্রাহীম জাগো নিউজকে বলেন, জারিমানা হলো কিন্তু আমার টাকা তো এখনও ফিরে পাইনি। টাকা ফেরত পেতে মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েকবার দেনদরবার করেছি। কিন্তু এজেন্সির মালিক কথা রাখেনি। সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কাছে বারবার বলারও সুযোগ নেই। আমি আমার টাকা ফেরত চাই।
আরএমএম/কেএসআর/জেআইএম