নতুনদের নিয়ে দাবি আদায় করবে বিএনপি : নোমান


প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এরপর তাদেরকে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করা হবে।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নোমান বলেন, সরকার বিএনপির কাউন্সিল নিয়ে নানা ষড়যন্ত্র করছে। একটি কাউন্সিলে দলের আত্মসমালোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। কিন্তু সরকার আমাদের সে সুযোগ দিতে চায় না। সেজন্য সোহরাওয়ার্দী উদ্যানে খোলা জায়গায় কাউন্সিলের অনুমতি দিয়েছে। তারপরেও আমরা যেকোনো মূল্যে কাউন্সিল করব।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। সেজন্য তার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। সরকারকে মনে রাখতে হবে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে নাই। আইয়ুব খান, ইয়াহিয়া, এরশাদ জনগণের কাছে পরাজিত হয়েছে, শেখ হাসিনাও পরাজিত হবেন।

বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।