আইনজীবী বদিউল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী কাল


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম এর ১৩তম মৃত্যুবার্ষিকী কাল (১০ ফেব্রুয়ারি)।

বদিউল আলম ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সনে গ্রাজ্যুয়েশন লাভ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এল.এল.বি ডিগ্রী অর্জন করেন।

তিনি মুক্তিযুদ্ধকালীন চট্রগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সনে সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।

বঙ্গবন্ধু ল’টেম্পলে (আইন কলেজ) তিনি দীর্ঘদিন অবৈতনিক শিক্ষকতার দায়িত্ব পালন করেন। দীর্ঘ পাঁচদশক আইন পেশায় তার অধীনে শতাধিক আইনজীবী জুনিয়র হিসাবে কাজ করেছেন যারা বর্তমানে সিনিয়র আইনজীবী হিসাবে সুপ্রীম কোর্ট এবং চট্টগ্রাম বারে সাফল্যের সঙ্গে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি ও কদম মোবারক মুসলিম এতিম খানাসহ বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার আজীবন সদস্য ছিলেন। এছাড়া তার নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।