অনৈতিকভাবে নির্বাচিত সরকার জনগণের উপর চেপে বসেছে


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশ ও জনগণের উপর চেপে বসেছে। এ সরকার নির্বাচিত সরকার নয়, তারপরও দেশের জনগণের উপর আইনকানুন ও শাসন চাপিয়ে দিচ্ছে। তাতে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছেন তাতে দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনিয়েছেন।

শহরের প্রিয়া সিনেমা হলে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।