জানুয়ারিতে রাজধানীতে ৫৬১ জনকে সাজা


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর বিভিন্ন এলাকা মাদকমুক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার অংশ হিসেবে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগর এলাকার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান জানান, গত জানুয়ারি মাসে মাদকবিরোধী বিশেষ অভিযানকে গুরুত্ব দেয়া হয়েছিল।

গত মাসে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৫৬১ জনকে গ্রেফতারপূর্বক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

জেইউ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।