রাতে স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক বসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দলটির নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার এ বৈঠককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে।

বিএনপির গঠনতন্ত্র সংশোধন, ‘এক নেতার এক পদ’ বাস্তবায়ন প্রসঙ্গসহ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।