চতুর্থ রাউন্ডেই লিভারপুলের বিদায়
অতিরিক্ত সময়ের গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো লিভারপুল। নিজেদের ফুটবল ইতিহাসে লিভারপুলকে প্রথমবারের মতো এফএ কাপে হারালো ওয়েস্ট হাম ইউনাইটেড। এর আগে অ্যানফিল্ডে প্রথম লেগের খেলায় গোলশূন্য ড্র করে অল রেডসরা।
লন্ডনের বলিন গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আক্রমণ করে খেলতে থাকে লিভারপুল। তবে উল্টো এক আক্রমণে প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিক ওয়েস্ট হামকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল অ্যান্তোনি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ক্লপের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে তিন মিনিটের মাথায় ভিজিটরদের ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো। এরপর নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। খেলা যখন টাইব্রেকারের পথে হাঁটছে তখনই স্বাগতিকদের উল্লাসে ভাসান ইতালিয়ান ডিফেন্ডার অগবোন্না। দুর্দান্ত হেডে বল জালে জড়ান ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। জুভেন্টাস থেকে এ মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর এটিই ছিল ওয়েস্ট হামের হয়ে তার প্রথম গোল। রেফারি শেষ বাঁশি বাজানোর পর একরাশ হতাশা আর লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এমআর/পিআর