শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে এ রুটে ফেরি এবং সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ সহস্রাধিক যাত্রী নিয়ে ৮টি ফেরি আটকা পড়ে। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পরে দুই যান। এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রকার নৌযান আটকা পড়ে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পদ্মা নদীতে ঘনকুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ বেড়ে মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় পাঁচটিসহ এ রুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙর করা হয়।
ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে নৈশ কোচসহ দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। এসময় কনকনে শীতে মাঝ নদী ও ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রকোপ কমতে থাকলে সকাল ৯টার দিক ফেরি চলাচল শুরু হয়।
কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ঘন কুয়াশার কারণে গত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। সকালে ঘন কুয়াশা কেটে যায়। তাই বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নাসিরুল হক/এআরএ/পিআর