শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব হওয়ায় ‘সম্প্রীতি বাংলাদেশ’র সন্তুষ্টি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ অক্টোবর ২০২২

সব শঙ্কা ও গুজব মিথ্যা প্রমাণ করে সুন্দর, সুষ্ঠু, আনন্দময় এবং শান্তিপূর্ণ পরিবেশে এ বছর দুর্গোৎসবের সমাপ্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সম্প্রীতি বাংলাদেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে সব ধর্মের এবং সর্বস্তরের মানুষকে সক্রিয় ও সবল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল।

বিবৃতিতে বলা হয়ে, সরকার, প্রশাসন ও শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে এগিয়ে আসতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে লালিত সচেতন বাঙালিকে। গড়ে তুলতে হবে অসাম্প্রদায়িকতার দৃঢ় ঐক্য। বিনষ্ট করতে হবে ধর্মান্ধ, উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠির সকল ষড়যন্ত্র এবং কুৎসিত আঘাত।

আমাদের এ ক্ষুদ্র ভূখণ্ডের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির উজ্জ্বল পরম্পরাকে চির জাগরুক রাখতে সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বান সার্থক হয়েছে। এ জন্য সব ধর্ম নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের বিশেষ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানায় সম্প্রীতি বাংলাদেশ।

জানা গেছে, ২০২২ সালের ৯ অক্টোবর রোববার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র একটি দিন। এ দিনে একই সঙ্গে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী, প্রবারণা পূর্ণিমা এবং কোজাগরী লক্ষ্মীপূজা। যথাযথ সম্মান জানিয়ে দিনটি পালনের আহ্বান জানায় সম্প্রীতি বাংলাদেশ।

সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ডাকসুর প্রথম মহিলা ভি পি মাহফুজা খানম, আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, ইউজিসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, সাবেক সচিব নাসির উদ্দিন আহম্মেদ, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামূল হক ভুইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও রাজনীতিবিদ এস এম আব্রাহাম লিংকনসহ অনেকে।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।