নবগঠিত কমিটি থেকে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে অযোগ্য আখ্যা দিয়ে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি থেকে পদত্যাগ চেয়ে আবেদন জমা দিয়েছেন যুগ্ম সম্পাদক মুস্তাকিম বিল্লাহ।
বুধবার বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাত্তার পাটওয়ারি।
সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে মুস্তাকিম বিল্লাহ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনে আপনাদের ব্যাপক অনিয়ম ও অবমূল্যায়নের কারণে আমি মো. মুস্তাকিম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদকের পদ গ্রহণে অসম্মতি জানাচ্ছি।
তিনি আরো উল্লেখ করেন, আপনারা আমাকে এই কমিটিতে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন তাই আমি এ পদ থেকে পদত্যাগ করছি।
পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি দ্রুত সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাবেন বলে জানিয়েছেন সাত্তার পাটওয়ারি।
এমএম/আরআইপি