শেখ হাসিনার সরকার নির্বাচিত ও সাংবিধানিক সরকার : ইনু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমানের বাচ্চা-কাচ্চাদের কাছ থেকে জনগণ নীতি-নৈতিকতা শিখবে না। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল বা বিএনপির অন্য নেতারা বর্তমান সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুলছেন তা অবান্তর।
বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদফতরের অনুদানের চেক প্রদানকালে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইনু এসময় আরও বলেন, নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অনৈতিক বা অবৈধ বলার দিন শেষ।
মন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচিত, বৈধ ও সাংবিধানিক সরকার, এটা দেশের মানুষসহ বিশ্ববাসী জানেন। এ নিয়ে বিএনপির প্রশ্ন তোলার কোনো অধিকার নেই।
তিনি বলেন, অবৈধ সামরিক শাসক জেনারেল জিয়ার বাচ্চা কাচ্চারা দেশে যে অন্যায় ও অপরাধ করেছে তার জন্য আল্লাহর কাছে তওবা ও জনগণের কাছে মাফ চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মহিলা বিষয়ক অধিদফতরের অধীনস্ত স্বেচ্ছাসেবি মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক প্রদান করেন।
আল-মামুন সাগর/ এমএএস/এবিএস