ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা দিবস’ পালিত


প্রকাশিত: ০৪:২৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের নয়াদিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কলকাতার সেন্ট জেভিয়ারর্স কলেজে ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০১৬’ উপলক্ষে ‘ভাষা দিবস’ শীর্ষক এক অনুষ্ঠান অিনুষ্ঠিত হয়েছে। বুধবার যৌথভাবে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও ভারতের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের হাইকমিশনার ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলোক প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সৈয়দ মোয়াজ্জেম আলী তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসেবে অভিহিত করেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।